যে দশটা বই তোমাকে তোমাকে স্মার্ট করে তুলবে-This ten book’s makes you smarter

বর্তমান সময়ে এই দ্রুত গতির বিশ্বে স্মার্ট হওয়ার প্রয়োজনীয়তা খুব। মনে রেখো এই সময় চাকরি করো বা ব্যাবসা স্মার্ট না হলে,

এই প্রতিদ্বন্দ্বী এর বাজারে তোমার পক্ষে টিকে থাকা কিন্তু খুব মুশকিল। তাই টিকে থাকতে গেলে তোমাকে স্মার্ট হতেই হবে,

সেটা ভালো বই পড়ে, জিম এ গিয়ে, কিংবা নতুন কোনো স্কিল শিখে নিজের knowledge বাড়িয়ে যে ভাবেই হোক।

তবে আমার মনে হয় সব কিছুর মধ্যে বই পরে স্মার্ট হওয়া টা অনেক বেশী বুদ্ধিমানের কাজ, কারণ বই পড়লে যেমন তোমার এবং,

জ্ঞান বাড়বে, সেই রকম তোমার শব্দ ভাণ্ডার বেড়ে উঠবে। তাই আজকে এই ব্লগ তোমাদের স্মার্ট বানানোর জন্য সেরা কিছু বই নিয়ে কথা বলব,

তবে চলো শুরু করা যাক, আজকে তোমাদের নিয়ে যাই সেই স্মার্ট বই জগতে ,

Thinking fast and slow written by Daniel khemenen

লেখক এই বইয়ের মাধ্যমে আমাদের চিনতে হবে নাকি এমন দুটো মাধ্যমের মধ্যে নিয়ে গেছে যে দুটো মাধ্যম বা সিস্টেম, হল system 1. Fast intuitive system 2. Slow deliberate system।

Daniel Kahneman best selling book think and grow rich
Thinking fast and slow (images: Google image’s)

নোবেল জয়ী লেখকের কথায় সিস্টেম ১ স্বয়ংক্রিয়ভাবে এবং খুব দ্রুত কাজ করে, এবং অনেক সময় দেখা যায় এটা

আমাদের শর্টকাট মেন্টালিটির উপর ডিপেন্ড করে, অন্যদিকে সিস্টেম 2 অত্যন্ত প্রচেষ্টা ও বিষাদ মনোযোগ এর উপর নির্ভর করে।

লেখক এর অন্তদৃষ্টি পাঠকদের নিজেদের চিন্তাভাবনার পক্ষপাত গুলোর সনাক্ত করতে সাহায্য করে।

যার ফলে তোমার প্রফেশনাল লাইফ ও ব্যক্তিগত জীবন ভালো এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের দিকে তোমাকে পরিচালিত করবে। কী

উদাহরণস্বরূপ এখানে লেখক ক্ষতি এড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। লেখক এর কথায় মানুষ লাভের চেয়ে ক্ষতি কে, এবং

ভয় পায় বেশি বলেই এই বোধ মানুষকে তার যুক্তিসঙ্গত আর্থিক সিদ্ধান্ত নিতে, ও সাধারণ আলোচনার ঝুঁকি এড়িয়ে যেতে সাহায্য করে।

2.sapiens:Breaf history of human mankind

Yuval noah harari এই বইতে মানব ইতিহাসের একটা বিস্তৃত উপাখ্যান তুলে ধরা হয়েছে।

যা জটিল বিবর্তনীয় ঐতিহাসিক ধারনা গুলোকে সহজলভ্য  গল্পে রূপান্তরিত করে।

লেখক মানব ইতিহাস কে প্রধান চারটে ভাগে ভাগ করেছেন, জ্ঞানীয় বিপ্লব, কৃষি বিপ্লব, মানবজাতির একাকিকরন,ও বৈজ্ঞানিক বিপ্লব।

Yuval noah Harari best selling book Sepians
Sapiens (images source: google images)

লেখক তুলে ধরেছেন কি ভাবে h sapiens নম্রসহযোগিতা, এবং অর্থ ও জাতির কাল্পনিক গঠনে, বিশ্বাসের মাধ্যমে তিনি

আধিপত্য অর্জন করেছিলেন। বিশ্বের মানবতার অবস্থান বোঝার জন্য এই বই ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাঠামো প্রদান করে।https://selfknowledgepro.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8/

তার কথায় আমাদের কাল্পনিক সত্বায় বিশ্বাস করার ক্ষমতা কর্পোরেশন ও সরকার গুলিকে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ করে দিয়েছে।

এবং যার ফলে জটিল সভ্যতার তৈরি হয়েছে।

৩, guns,germs, and steel by jared Diamond

পুলিৎজার পুরস্কার পাওয়া এই বইতে দেখানো হয়েছে জিওগ্রাফি অর্থাৎ পৃথিবীর ভূগোল কিভাবে মানব সভ্যতাকে রূপ দিয়েছে।

লেখক এর কথা য় পরিবেশগত কারণগুলোর জন্যই যেমন গৃহপালিত উদ্ভিদ, ও পশুপাখির জন্যই সামাজিক উন্নয়ন

গুলো প্রভাবিত হয়। লেখক মূলত মানব ইতিহাস গঠনে  ভূগোলের উপর বিশেষ ভাবে জোর দিয়েছে, উদাহরণস্বরূপ লেখক বলেছেন,

Jared Diamomd best selling book Guns germs android steel
Jared biamond book (google image’s)

ইউরোপের দেশগুলতে গৃহপালিত পশুর প্রাপ্যতা সেই দেশে কৃষি কাজের বিকাশের সুযোগ করে দিয়েছে, যার ফলে শহর,

এবং শহরের পাশাপাশি রাজ্যের ও বিকাশের সুবিধা হয়েছে।

৪.Factfullness by Hans Rosling

আমাদের এই ফ্যাক্টফুলনেস বিশ্বকে বোঝার জন্য এবং সাধারণ  ভুল ধারনা গুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে

দেওয়ার জন্য তুমি এই বইটাকে ধন্যবাদ দিতেই পারো। প্রধানত দশটি প্রবৃতি কে এই বই তুলে ধরেছে । যার মধ্যে

প্রধান হলো ভয় প্রবৃত্তি, আকার প্রবৃত্তি। যা হতাশা বাদী বিশ্ব সৃষ্টির দিকে আমাদের নিয়ে যায়। এই তথ্য গুলো সংগ্রহ করে,

পাঠক রা ব্যাখ্যা করার জন্য তাদের কাঠামো উন্নত করতে পারে। আজকের এই ডেটার যুগে যখন ভুল তথ্য  দ্রুত ছড়িয়ে পড়তে পারে,

Hans Rosling best selling book Factfullness
Factfulness(image soure:google images)

তখন লেখক এর কাজ ভীষণ ভাবে প্রাসঙ্গিক। মানুষ এর সহজাত প্রবৃত্তি কি ভাবে কি ভাবে আমাদের বিপথে নিয়ে,

যায়, তা বোঝার মাধ্যমে পাঠকরা বিশ্ব সম্পর্কে সূক্ষ্ম দৃষ্টি ভঙ্গি তুলে ধরতে পারবে।

৫.karol s doyek এর লেখা মাইন্ডসেট:

কেরল s doyek এর লেখা এই বই স্থির আর বৃদ্ধি এই দুই ধরনের মানসিকতা কে তুলে ধরে। একটা মানুষ এর স্থির মানসিকতা ধরে নেয়,

তার সহজাত ক্ষমতা গুলো অপরিবর্তনীয়, কিন্তু একটা বৃদ্ধির মানসিকতা ধরে নেয় চেস্টা ও শেখার মাধ্যমে নিজের ক্ষমতা

গুলো বিকশিত করা যেতে পারে। Doyeek বলেছেন কি ভাবে বৃদ্ধির মানসিকতা গ্রহণ করলে স্থিতিস্থাপকতা ও উন্নত

ফলাফল পাওয়া সম্ভব। Doyeek এর কথায় যে সব ব্যক্তি দের চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা থাকে তাদের বাধার

মুখোমুখি হওয়ার সম্ভাবনা ও বেশি থাকে। লেখকদের বলা বৃদ্ধির মানসিকতার ধারনা কেউ বুঝতে পারলে,

Carol's Dwek best selling book Mindset
Carol’s Dwek Mindset (image source: google image’s)

ব্যক্তির চ্যালেঞ্জ কে শেখার পদ্ধতিতে রুপান্তরিত করতে পারে। সরাসরি নতুন দক্ষতা অর্জনে ক্ষমতা বৃদ্ধি করে।

শিক্ষা ও ব্যক্তিগত বিকাশ এর ক্ষেত্রে doyak এর গবেষণা উল্লেখযোগ্য প্রভাব রেখেছে।

লেখক এর কথায় বৃদ্ধির মানসিকতা গড়ে তোলার মাধ্যমে একজন মানুষ এর মধ্যে আত্য সন্দেহ কেটে যায়, এবং

সেই মানুষটা তার ধারণার থেকেও বেশি কিছু অর্জন করতে পারে। এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এই মানসিকতা ভীষণভাবে জরুরি।

6.A History of nearly every thing

বিল ব্রাইসনের লেখা এই বই বিজ্ঞান এবং আবিষ্কারের একটা সংমিশ্রণ। যা পদার্থবিদ্যা , ভূতত্ত্ববিদ, জীব বিজ্ঞান এর

বিষয় গুলো পাঠক দের সামনে সহজভাবে তুলে ধরে। লেখক এর গল্প বলার কায়দা পাঠকদের মনে মহাবিশ্ব সম্পর্কে এবং

Bill bryson best selling book A short history of selling everything
The history of nearly everything (image: google image’s)

গভীর একটা উপলব্ধি জাগিয়ে তোলে। তাই এই বই পাঠক দের কাছে মজাদার হওয়ার সাথে সাথে শিক্ষামূলক বই,

হিসেবে সংগৃহীত হয়েছে। এই বই পাঠকদের উৎসাহ ও বিস্ময়ের সাথে জ্ঞানের অন্বেষণ করতে সাহায্য করেছে।

৭।Outliers :the story of success by Malcolm  gladwell

ম্যাকলাম গ্ল্যাডওয়েল এর লেখা এই বই অপ্রচলিত প্রতিভার বাইরে সাফল্যকে কিভাবে চালিত করায় তাই পরীক্ষা করে দেখা হয়েছে।

MALCOLM Gladwell Outliers
OUTLIERS (IMAGE SOURCE: GOOGLE IMAGES)

লেখক যুক্তি দেন সাফল্য মূলত সুযোগ ব্যবহারিক বুদ্ধিমত্তা তোমার ভাগ্য কিভাবে কাজ করবে এইসবের উপর নির্ভর করেই তোমার সামনে আসে।

লেখক দশ হাজার ঘন্টার নিয়মটা প্রবর্তন করে বলেন দক্ষতা অর্জন করতে গেলে কোন ব্যক্তির ব্যাপক অনুশীলন প্রয়োজন।

এই বইটি সাফল্যের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, যেটা সাফল্য সম্পর্কে এই বইয়ের পাঠকদের মনে  সমালোচনামূলকভাবে চিন্তা করতে,

সাফল্য অর্জনের জন্য সুযোগ ও সাংস্কৃতিক পটভূমির ভূমিকা সম্পর্কে এই বইতে লেখকের অন্তর্দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ।

8.Mastermind:How to think like sherlock homes by Maria konnikova

লেখক এই বইতে বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের যৌক্তিক চিন্তাভাবনা ও বৃদ্ধির পদ্ধতি তুলে ধরেছে।

কনিকভা পর্যবেক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহারিক পদক্ষেপের রুপরেখা তুলে ধরেছেন। যেমন একটি দক্ষ , স্মৃতি সংরক্ষনা গার বজায় রাখা,

প্রমাণ প্রযবেক্ষণ করা, কি হতে পারে সেটা পর্যবেক্ষণ করা, অর্থাৎ সম্ভাব্য পরিস্থিতি কল্পনা করা, এবং যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া।

Maria konnikova best selling book Mastermind
Maria KONNIKOVA (image source: google images)

লেখক এর দৃষ্টি ভঙ্গি এক কথায় ভীষণ আকর্ষণীয় ও ব্যবহারিক। যে পাঠক দের জ্ঞানীয় ক্ষমতা কে তীক্ষ্ণ করতে

সাহায্য করে। মারিয়া কনকোভা এর কথায় দৃষ্টি ভঙ্গি আকর্ষণীয় ও ব্যবহারিক। যা পাঠকদের knowledge ও জ্ঞানীয় ক্ষমতা,

বৃদ্ধিতে সাহায্য করে। যা ব্যক্তিগত পেশাদার উভয় ক্ষেত্রেই মূল্যবান। এই বই পাঠক দের মননশীলতা ও বিস্তারিত মনোযোগ গড়ে তুলতে

সাহায্য করে।যা তোমাকে সিদ্ধান্ত গ্রহণ সমস্যা সমাধান এর দিকে পরিচালিত করে।

9.How to be wrong :the power of mathematical thinking

লেখক এই বইয়ের মাধ্যমে দেখিয়েছেন যে গাণিতিক চিন্তাভাবনা কিভাবে আমাদের দৈনন্দিন চিন্তাভাবনা কে

কেন্দ্র করে লেখা হয়েছে।

যে দশটা বই তোমাকে তোমাকে স্মার্ট করে তুলবে-This ten book’s makes you smarter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top