সেরা ছয়টা চিন্তা উদ্দীপক বই যা তোমাকে চ্যালেঞ্জ করে এবং তোমাকে বদলে যেতে সাহায্য করে-TopTop 6 Thought-Provoking Books That Challenge You and Help You Change


বই যা আমরা সারা জীবনে অনেক পড়ি, তবে তার মধ্যে কিছু বই থাকে যেগুলো আমাদের মনে থেকে যায়

বা আমাদের ভিতরে একটা পরিবর্তন সৃষ্টি করে দিয়ে যায় হতে পারে সেটা এমন পরিবার যেটা আমাদের জীবনকে পুরোপুরি ভাবে বদলে দেয় এবং 

এই সমস্ত বই পাঠকদের মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবে তেমনি জীবনে কিভাবে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।

সেটাও শেখাবে। জীবনের শত বাধা পেরিয়ে কিভাবে জয়ী হবে সেই সমস্ত জ্ঞান দেবে এই বই আমার মনে হয়

আমাদের মন থেকে ভয় দূর করে এবং আমাদেরকে চ্যালেঞ্জিং করে গড়ে তোলার জন্য , চলো সেরকম কিছু বই নিয়ে কথা বলব।

সেরা সাতটা উদ্দীপক বই যা তোমাকে ১০০ শতাংশ বদলে দেবে:

The man’s search for meaning :

এই বই লিখেছেন হলোকস্ট থেকে বেঁচে ফেরা একজন ব্যাক্ত সাইক্রিয়াটিস্ট।

এই বই যা থেকে জানতে পারবে নাৎসী ক্যাম্পের কষ্টের জীবন এবং সেই কষ্টের জীবনে বেঁচে থাকতে লেখকের মানসিক চিকিৎসাতকতা তাকে কত রকম ভাবে সাহায্য করেছে।

Picture from one of the best selling book in the world written by Victor E. Frank, Man's Search for Meaning.
Book Man’s search for meaning

এই বইটা পড়ার প্রধান তিনটি কারণ :

অকল্পনীয় কষ্টের মধ্যে জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যে শক্তি যোগান দেয় এই বই।

অস্তিত্ববাদী মনোবিজ্ঞানের একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করে।সংক্ষিপ্ত হলেও বইটির বিশেষ প্রভাবশালী।

https://selfknowledgepro.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9f%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%87/

Final conclusion

happiness can not be persuied .It must ensue

The road by Cormac McCarthy :

একটা মহাপরাক্রমণ এবং পরবর্তী জগতে স্থাপিত একটা ভুতুড়ে উপন্যাস। যেখানে একজন বাবা ও ছেলের গল্প

অনুসরণ করে যখন তোরা আশা করে মানবতাহীন ভূ দৃশ্যে ভ্রমণ করে। এটা আমার পরা অন্যতম একটা বিষন্ন এবং স্বাসরুদ্ধকর বই।

A picture of "The Road", the best book written by Cormac McCarthy. Which is one of the best books he has written.
Book “The road”

কেন তুমি এই বই পড়বে:

.গদ্যের মধ্যে বিরলতম এবং আবেগে ভরপুর।

চরম পরিস্থিতিতে এই বইনৈতিকতা ভালোবাসা ও হতাশার অন্বেষণ করে।

12 of the best thought-provoking books – Pan Macmillan https://share.google/h33O89FKvzGzdrpVg

. যতটা কমলতা সম্পর্কে ততটাই জনশূন্যতা সম্পর্কে।

এই বই যা থেকে পাওয়া আমার প্রধান শিক্ষা:

তুমি যা মনে রাখতে চাও তা ভুলে যাও, আর যে ভুলে যেতে চাও তাও মনে রাখো

স্যাপিয়েন্স: এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড: লেখক জুবাল নোয়া হারারি

এই নন ফিক্সেশন মাস্টারপিস পাঠকদের হোমো স্যাপিয়েন্স বিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যায় এবং 

ধর্ম থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা পুঁজিবাদ এবং সবকিছু নিয়ে প্রশ্ন তুলেছে এই বই।

A cover picture of the  world's best selling books, Spiens: A Brief History of Mankind, written by Yuval Noah Harari.
Book “Sapiens”(image source:google images)

কেন এই বইটি পড়বে?

°আমাদের মধ্যে যে গভীর ধারণা গুলো আছে সেগুলো সম্পর্কে জানতে

সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি তৈরি করতে

ইতিহাস বিজ্ঞান ও ফিলোজফিকে তিনটে ভাগে এই বইতে দেখানো হয়েছে।

The book Thief by markus Zusak

এই বইটি লেখা হয়েছে নাৎসি জার্মানি রাজত্বে বসবাসকারী এক তরুণীকে নিয়ে। যে তরুণী ওই চুরি করে ভাগ করে নেওয়ার মাধ্যমে শান্তি খুঁজে পেত। এ কি ক্ষতি আশা ও প্রতিরোধের গল্প বলে।

এই বই ক্ষতি, আশা ও প্রতিরোধের গল্প বলে।

A picture of the cover of "The Book Thief", one of the best books written by Markus Zusak.
The book thief (image source: google images)

কেন এই বই তুমি পড়বে?

: অন্ধকারতম সময় সহানুভূতি জাগে তাহলে এই বই।

: এই বই একটা নতুন এবং সাহসী মূলক কণ্ঠস্বরের

: এই বই শব্দের আরোগ্য ও প্রতিরোধে শক্তি উদযাপন করে।

I have hated the words and I have loved them and I hope I have made them Right “

5. The unbearable Lightness of being bhai Milan Kundera

প্রাক বসন্তের পটভূমিতে এই উপন্যাস টি স্বাধীনতা এবং প্রতিশ্রুতি রাজনীতি এবং ঘনিষ্ঠতা ওজন ও হালখাতার মধ্যে উত্তেজনা তুলে ধরে।

Cover image of The Unbearable Lightness, one of the best books written by Milan Kundra.
Book the unfaarable lightness of being(image search :Google images)

এই বইটি তুমি কেন পড়বে?

°এই বইটি আত্মাদর্শী ও কাব্যিক।

°রাজনৈতীক বাস্তবতার সাথে অধিবিদ্যাগত চিন্তা ভাবনাকে একত্রিত করে।

: আমাদের জীবনের আদৌ কি কোন অর্থ আছে? নাকি এটা শুধুমাত্র একটা  সুন্দর দুর্ঘটনা।

৬.Blindness by jose saramago

একটা রহস্যময় অন্ধকার পুরো শহরকে গ গ্রাস করল এবং তারপর , গোটা একটা সভ্যতাই ভেঙ্গে পড়ল।

নিয়ম-কানুনের ধার না ধারা এই উপন্যাসটি মানব প্রকৃতির প্রতি একটা শীতল আয়না তুলে ধরে।

Cover photo of Blindness, one of the best books written by Jose Saramago.
Book blindness (image source: Google images)

কেন এই বই তুমি পড়বে ?

সামাজিক ভাঙ্গনের হৃদয়বিদারক এই বই

কলকাতা ও করুণার অন্বেষণ সুন্দর করে দেখিয়েছে এই বই ।

একটা প্রচলিত এবং চ্যালেঞ্জ শক্তিতে লেখা এই বই এর শক্তি বৃদ্ধি করে।

এই বই থেকে পাওয়া আমার কনক্লুশন?

আমাদের ভিতরে এমন কিছু আছে যার কোন নাম নেই, সেই কিছু একটাই হলাম আমরা

দ্য বেল জার এর লেখক সিলভিয়া প্লাথ :

পেটি ফ্ল্যাটের এক নম্বর উপন্যাস যেটা লেখা হয়েছে একজন তরুণীর মনস্তাত্ত্বিক বংশধর এর একটি আধা আত্মজীবনীমূলক বিবরণ নিয়ে।

যেটা সাহিত্য ও বিষন্নতার সৎ চরিত্রের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।

তুমি কেন এই বইটা পড়বে?

কাঁচা কাব্যিক ও বেদনাদায়কভাবে খুব সৎ একটি উপন্যাস এটা।।

এটা মানুষের পরিচয় প্রত্যাশা ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে অন্বেষণ করে

এটি একটি নারীবাদী ক্লাসিক যেটা বর্তমান সময় দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক

এই বই থেকে পাওয়া আমার ফাইনাল কনক্লুশন?

If you expect nothing from somebody you are never desepointed.

 

সেরা ছয়টা চিন্তা উদ্দীপক বই যা তোমাকে চ্যালেঞ্জ করে এবং তোমাকে বদলে যেতে সাহায্য করে-TopTop 6 Thought-Provoking Books That Challenge You and Help You Change

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top