অন্যদের থেকে স্মার্ট হতে চাও তাহলে এই নিয়ম গুলো ফলো করো – If you want to be smarter than others then follow these rules

বিশেষ অভ্যাস অন্যদের থেকে কিভাবে নিজেকে বেশি স্মার্ট করে তুলবে

স্মার্ট হতে আমরা সবাই চাই, তোমার স্মার্টনেস তোমাকে সব জায়গায় এগিয়ে রাখবে। সেটা চাকরি থেকে ব্যবসা এমন কি

সম্পর্কের ক্ষেত্রেও তোমার স্মার্টনেস তোমার ব্যক্তিত্ব ক্যারি করবে । এছাড়াও তুমি খেয়াল করে দেখবে স্মার্ট লোকেদের সবাই পছন্দ করে।https://selfknowledgepro.com/wp-admin/post.php?post=2334&action=edit

তাই তাদের সবাই পছন্দ করে। তাই চলো কি ভাবে স্মার্ট হওয়া যায় তার কিছু টোটকা তোমার সাথে শেয়ার করি।

টোটকা নম্বর ১: স্মার্ট ব্যক্তিরা কখনই সব জান্তা এই রকম ভাব দেখায় না। তারা নিজেকে সব সময় নতুন কোন স্কিল বা নতুন কোনো জ্ঞান ,

অর্জন করার মধ্যে রাখতে চায়। তাই তাদের অন্যদের থেকে বেশি স্মার্ট দেখায়।

Smart people (pic lexica.ai)

টোটকা নম্বর 2: স্মার্ট ব্যক্তিরা শুধু প্রতিদিনের ঘটনাই নয় তারা বিশ্বে ঘটা নানা ধরনের ঘটনা নিয়েও খোঁজখবর রাখে।

পৃথিবীর মধ্যে ঘটে যাওয়া নানা ধরনের দার্শনিক ঘটনা নিয়েও তারা কৌতূহল রাখে।

টোটকা নম্বর ৩: স্মার্ট ব্যক্তিরা সব সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। নিজের চিন্তা ভাবনাকে তারা সবসময় নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করে।https://www.peoplematters.in/article/watercooler/do-smart-people-find-it-difficult-to-learn-1133

তারা কখনো আবেগপ্রবণভাবে কোন সিদ্ধান্ত নেয় না। স্মার্ট ব্যক্তিরা সবসময় বিকল্প চিন্তা ভাবনা করে ।

A inteligent man
বুদ্ধিমান মানুষেরা বিকল্প চিন্তা করতে পারে

টোটকা নম্বর চার:

স্মার্ট লোকেরা সবসময় অন্যের চিন্তাভাবনা বিবেচনা করে দেখে। তারা সব সময় অন্যের চিন্তাভাবনাকে স্বাগত জানায়।

উল্টো দিকের মানুষটার চিন্তাভাবনাকে তারা খুব মন দিয়ে শোনে এবং বুদ্ধি দিয়ে বিবেচনা করে।

টোটকা নম্বর পাঁচ:

মাঠ মানুষেরা একা থাকতে ভীষণ পছন্দ করে এবং এরা নিজেদের সাথে কথা বলতে বেশি

 

A women claping by his by his office colleague,
বুদ্ধিমান মানুষেরা একা থাকতে পছন্দ করে

ভালবাসে।তাই স্মার্ট মানুষেরা অন্য সাধারণ মানুষদের থেকে বেশি ক্রিয়েটিভ হয়।

স্মার্ট ব্যক্তিরা তাড়াতাড়ি ইমোশনাল হয়ে পড়ে না, তাদের চোখে আর পাঁচটা সাধারণ মানুষ এর মত তারাতারি জল আসে না,

তারা মেন্টালি খুব স্ট্রং হয়, তাই তাদের তাদের জীবনের ডিসিসন গুলোও বেশির ভাগ সময় সঠিক হয়। স্মার্ট মানুষেরা কখনও

ফালতু তাক্কো করে না, যেখানে তাদের কোনো গুরুত্ব নেই তারা সেই জায়গা থেকে সরে আসে তাদের সম্মানের স্বার্থে।

 

 

 

অন্যদের থেকে স্মার্ট হতে চাও তাহলে এই নিয়ম গুলো ফলো করো – If you want to be smarter than others then follow these rules

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top