বই পড়তে ভালোবাসে সেই মানুষদের মধ্যে বিশেষ গুন থাকে
হ্যালো বব্লগার আজকে কথা বলব দুই বইপ্রেমী বা বই পোকাদের নিয়ে। বইপ্রেমিক বা বই বোকা বলতে আমরা কিন্তু শুধুমাত্র আমাদের স্কুল কলেজের
তারা কিন্তু সব ধরনের বই পড়তে ভালোবাসে এমন কি তারা নিজেদের পাঠ্য বই ছাড়াও অন্যান্য বই পড়তে আরও বেশি ভালোবাসে ।https://en.wikipedia.org/wiki/Japanhttps://en.wikipedia.org/wiki/Japan
অন্যান্য মানুষের মতো তারা ফালতু আড্ডা মেরে বা অন্যের সমালোচনা করে সময় নষ্ট করে না । তারা সবসময় কিছু না কিছু বই নিজেদের কাছেই রাখে
সেটা বাড়িতেই হোক বা কোথাও ট্রাভেল করতে যাওয়া হোক। এক কথায় বলতে বইপোকারা সব সময় বইয়ের মধ্যে ডুবে থাকতেই ভালোবাসা।
আসুন তাহলে আজকে দেখে নেয়া যাক বইপ্রেমীদের মধ্যে বিশেষ কয়েকটা গুন থাকে যেটা আমার আপনার মত সাধারণ মানুষের মধ্যে থাকে না,
বাংলায় প্রথম কবে দুর্গাপূজা হয়? জেনে নিন কিছু অজানা কাহিনী-The history of Bengali beloved Durga puja was unknown to you till now
১. নতুন জ্ঞানের প্রতি আগ্রহ – ছোটো বেলা থেকে যাদের বই এর প্রতি আগ্রহ,ভালোবাসা তারা অত্যন্ত কৌতূহলী হয়ে থাকে, ফলে তাদের বই পড়ার সাথে সাথে পরিচয় হয় কল্পণা জগতের সাথে।
নতুন বই এর গন্ধ ,স্পর্শ তাদের মধ্যে আরো জানার আগ্রহ বাড়িয়ে তোলে। তাই ছোটো বেলা থেকে যাদের বই পড়ার অভ্যেস তাদের মধ্যে পৃথিবীকে আবিষ্কার
করার নতুন কে জানার আগ্রহ দেখা যায়। বই প্রেমীরা কেবল বই পড়ে আনন্দের জন্যে, তারা পড়ে জ্ঞান আরোহণের জন্য।
শিক্ষা ও পেশা জীবন ছাপিয়ে তাদের প্রতিফলন দেখা যায় সমগ্র জীবনে।

2. তীক্ষ্ণ স্মৃতিশক্তি ও সুখ্যদৃষ্টিভঙ্গি- যখন আমরা বই পড়ি তখন বইয়ের অক্ষরগুলো কে কল্পনায় রূপ দিতে দিতে তীক্ষ্ণ স্মৃতিশক্তি ও সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি তৈরি হয়
বই পড়ুয়াদের মধ্যে। যেটা মানুষ এর মস্তিষ্ককে আরো স্বাস্থ্যকর বানাতে সাহায্য করে।
যেমন ধরুন সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শঙ্কর এর চাঁদের পাহাড়
লেখা চাঁদের পাহাড়ের শঙ্করের চরিত্র এইগুলো পাঠকরা তাদের কল্পণা তে সুন্দর করে তৈরী করেছে।https://preronajibon.com/quotes-on-book-reading/
3. অন্তর্নিহিত অর্থ বুঝতে পারা – যারা অল্প বয়স থেকে বই পড়া শুরু করে তাদের মধ্যে সাহিত্যিক দক্ষতা তৈরি হয়, কল্পনা শক্তি প্রখর হয়।
এছাড়া বইয়ের শব্দের পিছনে লুকিয়ে থাকা অর্থ এবং অন্তর্নিহিত মানে খোঁজার যে ক্ষমতা,
সেটা তৈরি হয়। এছাড়াও কৌশলী চিন্তা ও সমস্যা সমাধান করার ক্ষমতা তৈরি হয়।
4. কঠিন ও জটিল চিন্তা করার ক্ষমতা – বই পড়ার অভ্যাস গড়ে তোলার বড় লাভটা হলো সূক্ষ্ম কঠিন জটিল চিন্তাভাবনা করার ক্ষমতা অর্জন করা।
বই পড়ার ফলে বিশ্লেষণধর্মী চিন্তা ভাবনা করার ক্ষমতা তৈরি হয়।
তাই বইপ্রেমীরা মিথ্যা সংবাদ সহজে বিশ্বাস করে ফেলে না সবকিছু যুক্তি দিয়ে বিচার করে তারপরেই সেগুলো তারা গ্রহণ করে।বই – উইকিপিডিয়া https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%87

5. সৃজনশীলতা তৈরী -গবেষণা করে দেখা গেছে প্রতিদিন ভালো বই পড়া ও লেখার অভ্যেস সৃজনশীলতার সাথে সরাসরি ভাবে জড়িত।
ভালো গল্প কাহিনী উপন্যাস করলে পাঠকের মনে যে দৃশ্যপটের অবতারণা তৈরি হয় তার সৃজনশীল হয়ে ওঠার প্রথম ধাপ।
শুধু গল্প কাহিনী বা উপন্যাস নয়, সুন্দর কবিতা ও পাঠকের মনকে সৃজনশীল করে তোলে।
6. স্বপ্নদ্রষ্টা– বইপ্রেমীরা ব্যস্ত জীবনের ফাঁকে ও স্বপ্ন দেখতে বলে না।
ছোটবেলা থেকে বই পড়ার অভ্যেস প্রতিদিনের নিত্য ব্যস্ততার মাঝেও তাদের স্বপ্ন দেখার অনুপ্রেরণা যোগায়

7. সহমর্মিতা তৈরী হওয়া – বইপ্রেমীরা কথার পিছনের আবেগ অনুভূতি বুঝতে পারে, তাই তাদের মধ্যে অন্য মানুষজনদের প্রতি সহমর্মিতা থাকে ।
বই পড়ার ফলে তাদের বিভিন্ন চরিত্র কে বুঝতে পারার ক্ষমতা তৈরি হয়।
বই পড়ার অভ্যাস তাদের মানুষকে একটা দিক থেকে বিচার করার চর্চা থেকে বের হতে সাহায্য করে
8. শব্দ চয়ন– বই প্রেমীরা শব্দ চয়নে সচেতন হয়, তাদের কথা বলার ধরন যেমন স্পষ্ট তেমন কৌশলী।
৯. মনোনিবেশ করার ক্ষমতা – বই পড়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেওয়া যাদের অভ্যেস তাদের মধ্যে
যে কোনো বিষয়ে মানো নিবেষ করার ক্ষমতা গড়ে ওঠে। জীবনের বিশেষ ক্ষেত্রে যেমন পরিবার, কর্মক্ষেত্রে তারা মননিবেশ করার ক্ষমতা গড়ে ওঠে।
এইজন্য তারা প্রিয়জনের সাথে ভালো সময় কাটাতে পারে। বর্তমানে এই স্মার্টফোনের যুগে যেকোন বিষয়ে একটানা মনোযোগী হয়ে থাকা বেশ কঠিন ব্যাপার।
তাই যে কোন কাজে মনোযোগী হওয়ার জন্য বই পড়ার অভ্যেস বিশেষভাবে সাহায্য করতে পারে।
১০. একান্ত সময় কাটানোর ক্ষমতা –
আমার আপনার মত সাধারণ মানুষরা একা থাকতে ভয় পায় কারণ একাকীত্ব আমাদের অনেক সময় ভিতর
থেকে শেষ করে দেয় কিন্তু মনে রাখবেন যারা বইপোকায় অর্থাৎ যারা বই পড়তে ভালোবাসে বই তাদের একান্ত সময় কাটানোর বিশেষ ক্ষমতা
অর্জন করে।এমন কি তারা একা সময় কাটাতে একটু বেশিই ভালবাসে। একাকীত্ব কখনোই তাদের গ্রাস করে না
তারা একা থাকার সময় কল্পনার জগতে থাকে বইতে পড়া চরিত্রগুলো নিয়ে ভাবতে থাকে।