মানুষ এর ব্যাবহার সম্পর্কে ধারণা করতে চাও তাহলে এই বইগুলো পড়ো-If you want to understand the behaviour of people, then read this books

হ্যালো ব্লগার, মানুষের ব্যবহার হল তার প্রথম পরিচয়আজকে কথা বলবো এমন কিছু ইন্টারেস্টিং বই নিয়ে ,

যে গুলো সাহায্য করবে তোমাকে মানুষ এর ব্যাবহার বোঝাতে, এর মধ্যে অনেক বই পৃথিবীতে বেস্ট সেলিং অ্যাওয়ার্ড পেয়েছে,

১.Thinking fast and Slow –

Daniel Kahneman লেখা Thinking fast and Slow
Thinking FAST AND slow (Danie kahneman)

এই বই থেকে জানতে পারবে মানুষ এর মনের দুটো দিক সম্মন্ধে যার একটি হল দ্রুত ও সজ্ঞাত আর অন্যটি হলো ধীর এবং যুক্তিযুক্ত ।

জানতে পারবে কি ভাবে এই দুটো সিস্টেম রায় গঠন করতে, সমস্যার সমাধান করতে, সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://translate.google.com/translate%3Fu%3Dhttps://en.wikipedia.org/wiki/The_Human_Use_of_Human_Beings%26hl%3Dbn%26sl%3Den%26tl%3Dbn%26client%3Dsrp%26prev%3Dsearch&ved=2ahUKEwiLvaWAm46DAxUtk1YBHe62DgEQFnoECBAQAQ&usg=AOvVaw1S7mjkyH5q2eGdpyMt4iVv

২.Predictably Irrational,-(ড্যান আরিলির predictably Irrational)

এই বই শেখাবে কি ভাবে আমাদের আচরণ যুক্তিসঙ্গত নির্দশন করে, বইটি সামাজিক নিয়ম, কাঠামোগত প্রভাব গুলির মত প্রভাব নিয়ে আলোচনা করে,

আমরা আমাদের জীবনের গুরু্বপূর্ণ সিদ্ধান্ত গুলো আরো ভালো কি ভাবে নিতে পারবো সেই বার্তা দেয়।

Dan আরেলি এর লেখা বিখ্যাত বই Predictiabl Irrational
Predictably Irrational(ছবি সৌজন্যে google image)

৩.The happiness of hypothesis -জোনাথন হাইদট এর বই সুখের বিজ্ঞানের উপড় দৃষ্টি নিবদ্ধ করে,

বইটি বিশেষ ছয়টা মৌলিক ও নৈতিক আবেগের কথা বলে যেটা আমাদের সামঞ্জস্য পূর্ণ জীবন যাপন করতে সাহায্য করে।

http://Thinking, Fast & Slow (L) https://amzn.eu/d/7eZzCXX

মানুষ এর ইতিহাস জানার জন্যে সেরা বই
The happiness of hypothesis(ছবি সৌজন্যে google image)

৪.SAPIENCE (স্যাপিয়েন্স)- Yuval Noah Harari এই মানব ইতিহাসের মধ্যে দিয়ে একটা যাত্রা, কীভাবে আমরা আমাদের গ্রহে,

আধিপত্য বিস্তার করে আমরা আমাদের সমাজ আর পরিবেশ কে রূপ দিয়েছি।

মানুষ এর বিবর্তনের ইতিহাস জানার জন্য সেরা বই
SAPIENCE(ছবি সৌজন্যে google image)

. The social animal (The সোশাল অ্যানিমাল)- এই বইটা আমাদের অন্তর্নিহিত সামাজিক প্রকৃতি এবং সংযোগ, এবং অনুদানের নিরন্তর সাধনা নিয়ে গভীর ভাবে ব্যাখ্যা করে ।

এছাড়াও এটা আমাদের সামাজিক প্রবণতা, ঘটনা গুল কি ভাবে সমাজের বিভিন্ন দিক কে প্রভাবিত করে সেইসব ও উল্লেখ করা আছে এই বইতে।

The social animal , একটা মানুষের জীবনে অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য সেরা বই
The social animal ছবি সৌজন্যে google ইমেজ

৬.Man’s serching for meaning -Victor e Frankel এর লেখা এই বই মূলত নাৎসি কনসেনট্রেসন ক্যাম্প এ ফ্র্যাঙ্ক লের অভিজ্ঞতা এর উপর ভিত্তি করে,

জীবনের চরম দুর্ভোগের মধ্যেও কীভাবে জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাওয়া সম্ভব তাই শেখানো হয়েছে এই গোটা বইতে।

নিজের অভ্যাস তৈরি করার জন্য সেরা বই
Man’s serching for meaning (ছবি সৌজন্যে google ইমেজ)

৭. The power of Habit -Charles duhigg

এর লেখা এই বই শেখাবে habit অর্থাৎ অভ্যাস কি ভাবে কাজ করে এবং একটা ভালো অভ্যাস কি ভাবে আমাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করে।

মানুষের অভ্যাস গঠন করার জন্য সেরা বই
Man’s serching for meaning(ছবি সৌজন্যে google ইমেজ)

৮.Made to Stick – chip heath আর Dan heath এর লেখা এই বই আমাদের চিন্তা ধারণার পিছনের বিজ্ঞান নিয়ে লেখা হয়েছে,

এখানে মূলত ছয়টি মূল নীতি নিয়ে আলোচনা করা হয়েছে অপ্রত্যাশিততা, দৃঢ়তা ও বিশ্বাসযোগ্যতা, মানসিক আবেদন ও সরলতা ও গল্পের ব্যবহার নিয়ে।

Made to stick (ছবি সৌজন্যে google ইমেজ)

৯.The art of Thinking clearly -Rolf Dobelli এর লেখা এই বই আমাদের সাধারণ চিন্তাভাবনার ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়,

আর ভুলগুলোকে সনাক্ত করার আর শোধরানোর পথ বলে দেয়।

https://selfknowledgepro.com/%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%be-%e0%a6%af%e0%a7%87%e0%a6%96%e0%a6%be/

নিজের পছন্দকে আরো সুন্দর করে তুলবে যে বই পড়ে
The art of Thinking clearly(ছবি সৌজন্যে google ইমেজ)

১০.NUDGE -Richard H Thaler

cass R sustain লেখা এই বইয়ের মূল থিম হচ্ছে পছন্দের বিষয়গুলোকে অ্যাক্সেসযোগ্য বা প্রবেশযোগ্য করে মানুষকে আরো ভালো চয়েস বা পছন্দ তৈরি করতে সাহায্য করা।

Nudge (ছবি সৌজন্যে google image)
মানুষ এর ব্যাবহার সম্পর্কে ধারণা করতে চাও তাহলে এই বইগুলো পড়ো-If you want to understand the behaviour of people, then read this books

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top