হ্যালো ব্লগার বর্তমানে যুগে স্মার্ট ফোন এর ব্যবহার যতো বাড়ছে তত যেনো মানুষ বই পরার মত সুন্দর
নেশা থেকে দুরে চলে যাচ্ছে। তবে তাদের থেকে তুমি যদি আলাদা হয়ে থাকো তাহলে আজকে এই বইগুলো শুধু মাএ তোমার জন্য।
বেঁচে থাকতে এই বই গুল না পড়লেই নয় বলে মনে করেন বই প্রেমীরা, এখন দেখে নেয়া যাক বইপ্রেমীদের পছন্দ করা পৃথিবীর শ্রেষ্ঠ কিছু বই
১.অ্যানা ক্যারেনিনা: ১৮৭৮ সালে প্রকাশিত হয় এই বই। সেই সময়ের রুশ সামন্ততন্ত্র,প্রেম বিবাহিত সম্পর্ক নিয়ে

নিপুন হাতে কাহিনীটি লিখেছিলেন লিও টলস্টয়। গৃহবধূ অ্যানা এই বইয়ের কেন্দ্রীয় চরিত্র। নিজের সংসার ছেড়ে প্রেমিকের সাথে পালিয়ে যায় সে।https://en.wikipedia.org/wiki/List_of_best-selling_books
প্রেম, যন্ত্রণা, পরিবার, এবং তৎকালীন রুশ সমাজের রীতি নীতি, সবকিছুই রয়েছে এই বইটাতে।
নারীর চাওয়া পাওয়ার এবং তাদের চাহিদা কে লেখক লিও টলস্টয় যেভাবে ফুটিয়ে তুলেছেন সেইভাবে
আগে কোন লেখক কোনদিনই ফুটিয়ে তুলতে পারেনি। তাই জন্যই এই বইটা এই লিস্টে এক নম্বরে।
২.টু কিল আ মকিং বার্ড
মাত্র একটি বই লিখেছিলেন তিনি। আর এই একটা বই এর জন্য অমর হয়ে আছেন তিনি । কি অদ্ভুত না,
১৯৬০ সালে প্রকাশিত এই বই তে আমেরিকার সমাজে বর্ণবাদ, ও জাতিবাদ দেখানো হয়েছে ছোট্ট ছেলেটার মধ্যে দিয়ে।

এই বইএর জন্য লেখক হার্পার লি পুলিত্জার পুরষ্কার পান।https://selfknowledgepro.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/
৩.দ্য গ্রেট গ্যাটসবি
এফ স্কট ফিৎজেরালডেরলেখা এই বইটি না পড়লেই নয়। এই বই থেকেই “আমেরিকান ড্রিম” শব্দটির বহুল ব্যাবহার শুরু হয়।

৪.ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড
গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজ এর লেখা বইটি প্রকাশিত হয় ১৯৬৭ সালে। একটি পরিবারের সাত প্রজন্মের
পতনের কাহিনী আছে এই বইটাতে, এই বইয়ের জন্য ১৯৮২ সালে এই বইয়ের লেখক নোবেল সাহিত্য পুরস্কার পান।

৫.আ প্যাসেজ টু ইন্ডিয়া: প্রথম জীবনে বহুবার ভারত গ্রহণ করেছিলেন নিজের সেই অভিজ্ঞতার খাতায় বইতে লেখেন ই এম ফস্টার।

প্রকাশিত হয় ১৯২৪ সালে। এখনো পর্যন্ত ফরস্টারের সেরা সৃষ্টি হয়ে রয়েছে এই বইটি।
৬. ইনভিজিবল ম্যান: রালফ এলিশনের ইনভিজিবল ম্যান একটি বিখ্যাত উপন্যাস। আমেরিকা ও আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষদের কথা মাথায় রেখেই বইটি লিখেছিলেন তিনি।

১৯৫৩ সালে আমেরিকায় ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পায় বইটি।
দ্যা কালার পারপেল :চিঠির আকারে লেখা একটা গোটা উপন্যাস। অ্যালিস ওয়াকারে লেখা এই উপন্যাস প্রকাশিত হয় ১৯৮২ সালে।

দক্ষিণ আমেরিকায় ঘটে যাওয়া গৃহযুদ্ধের পরবর্তী সময়কালকে মাথায় রেখে এই উপন্যাস লিখেছিলেন তিনি।
তার এই অনবদ্য সৃষ্টির জন্য তাকে পুলিৎসার পুরস্কার দেয়া হয়।
৭.বিলাভেড: ১৯৮৭ সালে টনি মরিসন এর লেখা বিলাভেড উপন্যাসটি প্রকাশিত হয়। এই উপন্যাসটি রচিত হয়

দাসত্বের শৃংখল কাটিয়ে পালিয়ে বেড়ানো এক সেথো কে কেন্দ্র করে। ১৯৮৮ সালে পুরস্কারের জন্য পুলিৎজার পুরস্কার পান টনি।
৮. ডন কোহটি: এই বইয়ের মাধ্যমেই গোটা বিশ্বের সাথে স্পেনীয় সাহিত্যের পরিচয় ঘটে। এই বইটা লিখেছিলেন মিগুয়েল দি সার্ভান্ত।

বিশ্বের সেরা সাহিত্যকর্মের মধ্যে নাম হয়ে রয়েছে এই উপন্যাসের।