হ্যালো ব্লগার আজকে কথা বলবো তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে যেটার সাথে আমরা হয়তো অনেকেই জড়িত,
কিন্তু এটা নিয়ে প্রকাশ্যে কথা বলতে আমরা অনেক লজ্জাবোধ করি কারণ আমাদের সমাজে অনেক সময় ,
এইসব সমস্যাগুলোর মধ্যেই হস্তমৈথুন বা মাস্টারবেশন একটা। এর যেমন কিছু ভালো দিকও আছে,
এই ধরনের সমস্যাকে খুব খারাপ চোখে দেখা হয়, এমনকি অনেকে তো এগুলোকে সমস্যা বলেই মনে করে না।https://search.app.goo.gl/fMXuzni
তেমনি কিছু খারাপ দিক ও আছে, আজকে কথা বলব সেই সব দিকগুলো নিয়ে ।
হস্তমৈথুনের ভালো দিক গুলো কিকি?
বিশেষজ্ঞ ও মনোবিদদের মতে মাস্টারবেশন বা হস্তমৈথুন মানসিক চাপ কমাতে বিশেষভাবে সাহায্য, করে,
হস্তমৈথুন অন্য নানারকমের মানসিক ওর শারীরিক স্বস্তি দেয়ও দেয়, এছড়াও প্রস্টেট ক্যান্সার এর ঝুঁকি কমাতে
সাহায্য করে, বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন, মাসে 2৮ বারেরও বেশি প্রস্টেট ক্যানসার এর ঝুঁকি কমায়।
বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাবের সময় যে যন্ত্রনা অনুভব হয় সেটা হস্তমৈথুনের মাধ্যমে কমিয়ে আনা যায়।
হস্তমৈথুন শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে, এন্ডোফ্রিন হরমোন নিঃসরণ করে।
হস্তমৈথুন বা মাস্টারবেশন এর খারাপ দিকগুলো?
সব কিছুরই যেমন ভালো দিক আছে তেমনি কিছু খারাপ দিক আছে তবে হস্তমৈথুনের খারাপ দিকটাই
বেশি। এবার তোমাদের সাথে এর খারাপ দিকগুলো নিয়ে কথা বলবো।
•অতিরিক্ত হস্তমৈথুনের ফলে সিমেন বা বীর্য পাতলা হয়ে যায়।
•মস্তিষ্কের উপর চাপ বাড়ে,
•অতিরিক্ত মাস্টারবেশন এর ফলে অনেক সময় শরীর দুর্বল হয়ে যায়
•অতিরিক্ত হস্তমৈথুন আপনার বিবাহ পরবর্তী জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে,
•আপনার যৌন জীবন খারাপ হতে পারে
•আপনার আত্মবিশ্বাস নষ্ট হতে পারে বা কমে যেতে পারে,
•