হ্যালো ব্লগার, আজকে এমন একটা প্রশ্ন করবো যেটা শুনে তোমাদের ঘাম ছুটতে বাধ্য,
সামনে গরম কাল এলো বলে, আমাদের সবার গলদ ঘর্ম হওয়ার পালা। আমাদের শরীরের এর সর্বত্র
জায়গাতেই ঘাম হয় কিন্তু আমাদের শরীর এর এমন একটা যায়গা আছে যেখানে ঘাম হয় না ,https://www.prothomalo.com/amp/story/lifestyle/health/tfpa8fgux6
আমাদের এই প্রতিদিন এর ব্যাস্ত জীবনে এমন ছড়িয়ে ছিটিয়ে থাকা না জানা এমন অনেক কিছু থাকে ।
যে গুলো আমাদের অনেক ছোট ছোট সমস্যার সমাধান করে দেয়, তাই এই ব্লগ ই তুলে ধরা হল এই রকম বিজ্ঞান ভিত্তিক কথা,
গরম কাল মানেই শরীরের বিভিন্ন অংশে ঘাম ও অস্বস্তি। আমাদের প্রত্যেকেরই কমবেশি ঘাম হয়।https://selfknowledgepro.com/%e0%a6%98%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/
শরীরের বিভিন্ন অংশ যেমন উরু, গলা, বগল, কুচকি, পেট হাত, পা, পিঠ, সহ নানা অংশ।
তবে জেনে রাখ এই শরীরের ই এমন একটা অংশ আছে যে অংশে কোন ঘাম হয় না ।
সে যতই হাঁসফাঁস গরম পড়ুক না কেন। শরীরের সেই অংশটি হলো ঠোঁট। খেয়াল করে দেখবেন ঠোঁট কখনো ঘামে না।
কারণ ঠোঁটে কোন ঘর্মগ্রন্থী নেই। আরো জানলে অবাক হবেন ঘর্মগ্রন্থী নেই বলেই ঠোঁট তাড়াতাড়ি শুকিয়ে যায়।
সেই জন্য ঠোঁটের আদ্রভাব বজায় রাখতে ভেজলিন পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা হয়।