হ্যালো ব্লগার, আজকে তোমাদের সাথে কথা বলবো এমন সেরা কিছু অভ্যাস বা অনুশীলন অথবা,
বলতে পারো স্বভাব নিয়ে, তা যদি তোমরা নিজের মধ্যে আনতে পারো,
তাহলে সুপার হিউম্যান হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এই অভ্যাস গুলোর আমি কিছুটা হলেও আয়ত্ত করতে পেরেছি,
তবে পুরোটা পারিনি, কি জানি পারলে হয়তো সত্যি পারব সুপার হিউম্যান হতে, চলো এবার আলোচনা করা যাক
সেই সব কঠিন আর অদ্ভুত আর ভালো অভ্যাস গুলো নিয়ে, দেখো এই জন্মে তোমরা সুপার হিউম্যান হতে পারো কিনা।
কোন অভ্যেস তোমাকে আরো বুদ্ধিমান করে তুলবে?
Social interaction (সামাজিক মিথোক্রিয়া) তুমি যদি কথা বলতে ভালোবাসো তাহলে, প্রথমেই তোমাকে ধন্যবাদ।https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%96
কারণ তোমার এই অভ্যেস তোমাকে সুপার হিউম্যান বানাতেই পারে। বিভিন্ন মানুষ এর সাথে কথা বললে সেটা তোমার দৃষ্টি,
ও তোমার মানষিকতার এক্সপোজার / বিকাশ ঘটাতে সাহায্য করবে। অর্থপূর্ণ কথা বার্তা ও জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি দের সাথে,
সময় কাটানো আপনার বুদ্ধিমত্তার উপর প্রভাব ফেলবে।
Continuous reflection (ক্রমাগত প্রতিফলন) তোমার ব্যর্থতা সফলতা এবং অভিজ্ঞতাকে তোমার জীবনে,
প্রতিফলিত করতে চেষ্টা কর। এটি তোমার বুদ্ধিমত্তা বৃদ্ধি, ও তোমাকে চালাক হতে সাহায্য করবে ।
Diverse learning method(শিক্ষার নতুন নতুন পদ্ধতি)
কোন কিছু শেখার নতুন নতুন পদ্ধতি আয়ত্ত করার চেষ্টা করুন হতে পারে সেটা কোন শুনে, বা চোখে দেখে, বা কাগজে-কলমে লিখে।
এর ফলে তুমি সহজেই বুঝতে পারবেন কোন পদ্ধতিটা তোমার জন্য সবথেকে উপকারী। এর ফলে তুমি যেমন ভালো শিখতে পারবে,
তেমন তুমি অনেকটা সময় বাঁচাতে পারবে। এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ নিজেকে বোঝার ক্ষমতা তোমাকে
ভবিষ্যতে একটা সুপার হিউম্যান তৈরি করবে।
Curiosity (জানার ইচ্ছে, কৌতুহল)
অজানাকে জানা আর অচেনাকে চেনা বুদ্ধিমান মানুষের একটা অন্যতম লক্ষণ। নতুন টপিক নিয়ে আলোচনা করা,
সব সময় প্রশ্ন করা, নতুন কোন কোর্স শেখা, বা বড় কোন ওয়ার্কশপে গিয়ে কোন সফল ব্যক্তির বক্তৃতা শোনা,
ভবিষ্যতে তোমাকে অন্যতম একজন সফল ব্যক্তি বা সুপার হিউম্যান এ পরিণত করতেই পারে।
Journalling of mindfulness:(জার্নালিং ও মননশীলতা)
মনণশীলতা ক্রিয়াকলাপ তোমার মনকে অনেক শান্ত রাখবে। তোমাকে মনোযোগী হতে সাহায্য করবে।
প্রতিদিনের জারনালিং তোমার চিন্তা ভাবনায়, তোমার অভিজ্ঞতায় একটা খুব সুন্দর প্রভাব ফেলবে।
জারনিং তোমাকে তোমার আত্মসচেতনতাবোধ বৃদ্ধি করতে সাহায্য করবে।
Teach others (অন্যকে শেখানো)
অন্য দের শেখানো তোমার বুদ্ধিমত্তা বাড়ানোর একটা সুন্দর উপায়। কথাতেই আছে বিদ্যা দান করলে বাড়ে।
তুমি যখন তোমার মধ্যে থাকা কোনো গুণ, স্কিল অন্যদের শেখাও তুমি তখন সেটা নতুন করে পুনর্বিবেচনা করো।
যেটা তোমার বোঝার ক্ষমতা কে অনেক বেশি শক্তিশালী করে আর তোমার জ্ঞান এর গভীরতা বৃদ্ধি করে।
Alwayes update (সব সময় আপডেট থাকো)
নিউসপেপার পড়ার অভ্যাস করো। ইন্টারন্যাশনাল খবর শোনো। বাইরের জগতের কোথায় কি হচ্ছে সেটা নিয়ে
সব সময় আপডেট থাকো। এতে তোমার জ্ঞান যেমন বাড়বে, তেমনি তুমি সুপার হিউম্যান ও তৈরি হবে।