এই সাতটা খাবার রাত্রি ৮ টার পরে খাওয়া উচিত- This meals should be eaten after 8 o’clock in the night

      রাত্রিবেলা খাওয়া যায় এমন বিশেষ কিছু খাবার

রাত্রে খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাত্রে কি খেতে হবে কি খেতে হবে না এই বিষয়ে

আমাদের সঠিক ধারণা নেই। তাই অনেক সময় রাত্রে বেলা উল্ট পাল্টা খেয়ে শরীর খারাপ করে ফেলি।

এর ফলে ওজন যেমন বাড়ে তেমনি শুরু হয় শরীর এর নানা অসুখ। তাই চলো দেখে নেওয়া যাক রাত্রে খাওয়া যায় কোন খাবার গুলো,https://www.kalerkantho.com/online/lifestyle/2018/09/05/676738

Greek yogart (গ্রিক ইয়গার্ট): এর মধ্যে আছে খুব উচ্চমাত্রায় প্রোটিন, যা তোমার খিদে 4খুব সহজে মিটিয়ে দেবে।

স্বাস্থ্যের জন্য একটি উপকারী খাবার হল টক দই
YOGART (টক দই) ছবি সৌজন্যে গুগল ইমেজ

তবে বাড়িতে পাতা দই থাকলে তার সাথে মধু বা berris মিশিয়ে খেতে পারো। সেটাও ভালো কাজ করবে

Cottage cheese (কটেজ চিস): কটেজ ছিস বা পনির একটা উচ্চমানের প্রোটিন। এতে কেসিন রয়েছে।

কটেজ cheese (ছবি সৌজন্যে গুগল ইমেজ)

এটা ধির হাজমকারি প্রোটিন। তবে তুমি যদি এর স্বাদ কে আরো সুস্বাদু করতে চাও তাহলে এর সাথে শশা ও  আনারস যুক্ত করে খেতে পারো।https://selfknowledgepro.com/%e0%a6%98%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/

Hard boild egges (ডিম সেদ্ধ): সেদ্ধ ডিম প্রোটিনের সমৃদ্ধ। তাই সেদ্ধ ডিমকে আরো সুস্বাদু করার জন্য এর

উপরে একটু মসলা বা গোলমরিচ ছড়িয়ে এর স্বাদ বাড়িয়ে একে রাতের খাদ্য হিসেবে গ্রহণ করা যেতেই পারে।

সেদ্ধ ডিম একটি সম্পূর্ণ প্রোটিন যুক্ত খাবার
বয়েল্ড এগ (সেদ্ধ ডিম) (ছবি সৌজন্যে গুগল ইমেজ)

Fruit salad (ফ্রুট salad): তরমুজ, বেরি, সাইট্রাস ফল মিশিয়ে একটা সুন্দর স্যালাড তৈরি করতে পারেন।

মিক্সড ফ্রুট রাত্রে খাওয়ার জন্য খুব ভালো
ফ্রুট salad (ছবি সৌজন্যে গুগল ইমেজ)

যেটা স্বাস্থ্যের জন্য সত্যিই একটা উপকারী খাবার।

Nuts (বাদাম): রাত্রেবেলা একটা দুটো বাদাম বা আখরোট খাওয়া যেতে পারে। এর মধ্যে দেখা ভাইবার আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

Mixed fruit platter on a plate,
Nuts (ছবি সৌজন্যে গুগল ইমেজ)

কথা আছে বাদাম নাকি আপনার লালশা কমাতে সাহায্য করতে পারে।

ভুট্টার খই(popcorn): সিনেমা প্রেমীদের হয়তো এটা শুনে ভালো লাগবে। পপকর্ন খুব কম কালোরির , সম্পূর্ণ শস্য জাতীয় খাবার।

যেটা স্বাস্থ্যের জন্য আদতে এই ভীষণই উপকারী। তাই নিশ্চিন্তে এবার লেট নাইট সিনেমা দেখতে দেখতে পপকর্ন খেতেই পারো

হুমাস ও ভুটান দুটোই স্বাস্থ্যের জন্য খুব উপকারী খাবার
হুমাস এবং ভুট্টা (ছবি সৌজন্যে google ইমেজ)

Hummus with veggies (শাকসবজির সাথে হুমাস): Hummus হল ছোলা থেকে তৈরি একটি পুষ্টিকর খাবার।

এই খাবার কে আরো সুস্বাদু করার জন্য এটাকে গাজর, শশা ও বেল মরিচার সাথে যুক্ত করেও খেতে পারো।

এই সাতটা খাবার রাত্রি ৮ টার পরে খাওয়া উচিত- This meals should be eaten after 8 o’clock in the night

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top