জানেন কি ইন্ট্রোভাটরা আদতে কেমন হয়-Do you know what Introverts people are like

হ্যালো ব্লগার, আজকে কথা বলবো বিশেষ এক ধরনের মানুষ কে নিয়ে, যাদের কে আমরা এক কথায় ইন্ট্রোভার্ট বলি, বাংলায় যাদের বলে অন্তর্মুখী।

আমরা আমাদের চারপাশে এমন অনেক ছেলে মেয়ে দেখি যারা খুব কম কথা বলে, বন্ধুদের সাথে কম আড্ডা মারে,

কারোর সাথে তেমন একটা কথা বলে না, বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে এদেরকেই আমরা মূলত ইন্ট্রোভাট বলি।

ইন্ট্রোভার্ট মানুষেরা একটু একা থাকতে ভালোবাসে
ইন্ট্রোভার্ট পিপল (ছবি সৌজন্যে pixel.com)

তবে আপনি যদি ইন্ট্রোভারদের স্বার্থপর ভেবে থাকেন, বা এরকমটা ভাবেন যে তারা শুধুমাত্র নিজেকে নিয়ে

ভাবে তাহলে আপনি ভুল ভাবছেন। অন্তর্মুখী বা ইন্ট্রভার্ট মানে হল নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রাখা।

আসলে এরা একটু চাপা স্বভাবের হয়, নিজের আবেগে অনুভূতি গুলো কম প্রকাশ করে। হয় তোবা

প্রকাশ করতে চাইলে চাইলেও নিজের মনের ভেতর থেকেই একটা বাধা অনুভব করে, কখনো কষ্ট পেলেও

বলবে না আমি খুব কষ্টে আছি। আর আনন্দে থাকলেও সেটা প্রকাশ করবে না।https://selfknowledgepro.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b/

তবে অন্তর্মুখী মানুষ গুলকে অসামাজিক ভাববেন না, তারা আমার আপনার মত রক্ত মাংসে গড়া স্বাভাবিক মানুষ ।

তাদের ও অন্য সব মানুষ দের মত মন আছে, দুঃখ কষ্ট আছে, চুপ চাপ থাকা, একা থাকা, এদের অন্তর্নিহিত

বৈশিষ্ট্য, যেটা চাইলেই পরিবর্তন করা সম্ভব না। মনে রাখবে পৃথিবীরতে একটা একটা মানুষ এক এক রকম

সত্তা নিয়ে জন্মায়। এরা সব সময় নিজেকে নিয়ে ডুবে থাকে, এরা কখনো আগ বাড়িয়ে কোন মানুষের ক্ষতি

করে না। তবে কিছু মানুষ আছে যারা এদের পিছনে লাগে, এদের ব্যাপারে আজে বাজে গুজব ছড়িয়ে পৈশাচিক আনন্দ পায়।

ইন্ট্রোভার্ট পিপল
ইন্ট্রভার্ট মানুষদের দেখে মজা করা কিছু মানুষ

ইন্ট্রোভার্ট মানুষ দের কিছু অসাধারণ ভালো দুটো আছে যে দিকগুলো তাদের অন্য মানুষদের থেকে অনেক

অনেক এগিয়ে রাখে, এরা যে কোন কিছু গভীরভাবে চিন্তা করতে পারে এবং ক্রিয়েটিভ হয়।

তোমরা ভদ্র বিনয় থাকার জন্য খুব সহজেই অন্য

মানুষের কাছে এরা খুব প্রিয় হয়। অনেক পৃথিবীতে তো মানুষ তাদের ছোটবেলায় খুব ইন্ট্রোবার ছিল যেমন

আব্রাহাম লিংকন মহাত্মা গান্ধী অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিখ্যাত সায়েন্টিস্টরা, বর্তমান

যুগের বিল গেটস ,মার্ক জুকারবার্গ, লিওনার্দো ডিক্যাপ্রিও, অ্যাঞ্জেলিনা জোলি, জেকে রাউলিং এর মত

লেখিকারা। তাই মনে রাখবেন আপনি যদি insort হয়ে থাকেন সেটা মন খুলে সবাইকে বলুন আপনার জীবনে

সাফল্যের পথে ইন্ট্রোভার্টনেস কোনদিনই বাধা হয়ে দাঁড়াবেনা। এটা স্রেফ এটা একটা মানুষের সাধারণ প্রবৃত্তি।https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.dailyjanakantha.com/lifestyle/news/384114&ved=2ahUKEwjSvMPJhcmDAxVGe2wGHcD7AN8QFnoECBIQAQ&usg=AOvVaw1JUbUjmvP-RviVxz2xTeLv

ইন্ট্রোভার্ট মানুষরা একটু ভিড়ের থেকে দূরে থাকতে পছন্দ করে
ইন্ট্রোভার্ট মানুষদের দূরে সরিয়ে দেওয়া কিছু মানুষ(ছবি সৌজন্যে google ইমেজ)

জানেন কি ইন্ট্রোভাটরা আদতে কেমন হয়-Do you know what Introverts people are like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top