ভদ্র ভাবে না বলার কিছু সেরা উপায় যেগুলো আপনার প্রতিদিনের জীবনে কাজে লাগবে -Five Wayes To Say No Politely That You Can Use In Your Daily Life

 । ভদ্রভাবে না বলার কিছু সেরা উপায়

প্রশংসা করতে থাকুন – কৃতজ্ঞতার সঙ্গে আপনার বার্তা শুরু করুণ, কেউ কোনো কাজ অনুরোধ করলে,

প্রথমে তার প্রশংসা করুণ যেমন ধন্যবাদ জ্ঞাপন করুণ যে সে আপনাকে এই কাজের জন্য সে আপনাকে উপযুক্ত মনে করেছে।

মনে মনে যেটা করতে আপনি একদমই পছন্দ করবেন না । যেমন আপনি বলতে পারেন, “তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই কাজটার জন্য তুমি এত মানুষজনের মধ্যে আমাকেই বেছে নিয়েছো কিন্তু আমাকে ক্ষমা করে দাও আমি এই কাজটা এখন করতে পারবনা”।https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://steemit.com/hive-129948/%40nusuranur/6c9tg7&ved=2ahUKEwjO49St-ZaDAxU_RmwGHR0gC4AQFnoECBcQAQ&usg=AOvVaw2wrOimh-LIOW6M1tpF3NIc

সত্যিটাই বলুন– এটা আমাদের আরো বড় একটা সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্যের মনে রাখতে

মিথ্যা কথা বলি এই ক্ষেত্রে আপনি সত্যিটাই বলুন আপনি এটা বলতেই পারেন

যে আমার অন্য জায়গায় অন্য একটা গুরুত্বপূর্ণ কাজ আছে।

এক্ষেত্রে শুধু শুধু কারোর শরীর খারাপের মিথ্যে অজুহাত দেওয়া বা আত্মীয় এর মৃত্যুকে অজুহাত

হিসেবে ব্যবহার না করাই ভালো। আপনি স্পষ্টভাবেই সামনের মানুষটিকে বলতে পারেন যে

আমি এই কাজটার জন্য এই মুহূর্তেই প্রস্তুত নই বা আমার অন্য একটা গুরুত্বপূর্ণ

কাজ আছে তাই এবার তোমার কথা হয়তো রাখতে পারব না।

ভদ্রভাবে না বলবেন যেভাবে
না বলতে শিখুন ছবি সৌজন্যে pixels.com

পজিটিভ কিছু বলার চেষ্টা করুন-আপনার যদি সরাসরি মুখের ওপর না বলতে ,

অসুবিধা হয় তাহলে পজিটিভ কিছু বলার চেষ্টা করুন যেমন

আপনার সামনের ব্যক্তি দিয়ে আপনাকে দিয়ে কাজ ঠিক করতে বলেছে

সেটি যদি আপনার করতে একান্তই অসুবিধা হয় এবং আপনি না বলতে ও মনে মনে দ্বিধাবোধ করছেন

তাহলে আপনি বলতেই পারেন আমার মনে হয় আমি তোমার এই কাজটার বদলে অন্য অন্য কাজ আরো

ভালো করে করে দিতে পারব। তুমি আমাকে যে কাজটা করতে বলছ বরং তুমি সেটা অন্য কাউকে দিয়ে করিয়ে নাও।

সুন্দর ভাবে না বলতে শিখুন
জীবনে না বলতে পারাটা খুব দরকার

দুঃখ প্রকাশ করুন-দেখুন কোন কিছুতে দুঃখ প্রকাশ করা এমন একটা জিনিস যেটা আপনাকে অনুরোধ করা বা আপনাকে কোন কাজ করতে ,

বলা মানুষটাও আপনার এই দুঃখ প্রকাশ করা দেখে হয়তো সে গলে যাবে, সে তখন খুশি হই আপনাকে তার অনুরোধ করা বা অর্ডার করা কাজটা করতে বারণ করবে।https://selfknowledgepro.com/%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87/

ধন্যবাদ দিন-ইতিবাচক ও দূরদর্শী প্রতিক্রিয়ার মাধ্যমে বিষয়টি শেষ করুন, আপনার সাথে সুসম্পর্ক এবং

আপনি যে সাহায্য করতে পারেন ,এই বিশ্বাসটা আপনার উপর রাখার জন্য প্রথমেই তাকে ধন্যবাদ

জানান, তারপর বলুন আমার উপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

কিন্তু বিশেষ কারণবশত আমি আপনাকে এখন সাহায্য করতে পারছি না তবে ভবিষ্যতে আপনাকে সাহায্য

করার জন্য আমি নিজেকে প্রস্তুত রাখবো।

ভদ্র ভাবে না বলার কিছু সেরা উপায় যেগুলো আপনার প্রতিদিনের জীবনে কাজে লাগবে -Five Wayes To Say No Politely That You Can Use In Your Daily Life

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top