ভারতের ইতিহাসে সবথেকে অনুগত আটটি প্রাণী
হ্যালো ব্লগার আজকে নিয়ে যাব তোমাদের এমন আটটা প্রাণীর কথা বলব যারা তাদের প্রভুদের এতটাই ভক্তি ছিল যে তারা তাদের প্রভুদের জন্য জীবন দিতে গিয়ে দুবার ভাবেনি,
বর্তমান সময়ে যেখানে মানুষের loyality নিয়ে প্রশ্ন ওঠে সেখানে এই প্রাণীদের loyality চিরকাল ইতিহাসের খাতায় স্মরণীয় হয়ে থাকবে।
চেতক -মহরানা প্রতাপ এর সেই বিখ্যাত ঘোড়া, ১৫৭৬ সালে হলদিঘাটের যুদ্ধে চেতক খ্যাতি অর্জন করে, ইতিহাস ঘাটলে জানতে পারবে যুদ্ধে চেতক মারাত্মকভাবে যখন হয়,
The Top 10 Most Loyal Animals in the World
আহত হওয়ার পরেও প্রায় কয়েকশো কিলোমিটার দৌড়ে সে মহারানা প্রতাপ কে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে যাতে তারা রাজার কোন ক্ষতি না।
হয় এবং সেই জায়গায় এসেই সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মৃত্যুবরণ করে।
কালু – টিপু সুলতান এর সব থেকে বিশ্বত্ব হাতি, যে টিপু সুলতান কে যুদ্ধে জিততে অনেক সাহায্য করেছে।
সে তার বুদ্ধি ও শক্তির জন্য রাজার খুব প্রিয় ছিল। অসংখ্য যুদ্ধে গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করেছিল।
মনি – চতুর এভিয়ান সঙ্গী – মণি মুঘল সম্রাট আকবরের অন্তর্গত তোতা। পাখিটি তার তীক্ষ্ণ বুদ্ধি এবং চিত্তাকর্শক নকল করার দক্ষতার জন্য খুব প্রশংসা পেয়েছিল।https://en.wikipedia.org/wiki/Horse
যা সম্রাট আকবরের রাজ দরবারে বিনোদন প্রদান করেছিল।
গঙ্গোত্রী – এক পবিত্র গরু,- আধ্যাতিক ধর্মীয় মূল্যবোধ কে মূর্ত করে , যা পবিত্র গঙ্গা নদীর জীবন্ত প্রতিনিধি হিসেবে অনেকর কাছে সম্মানিত।
ঝাঁসির রানী লক্ষীবাই এর ঘোড়া স্টিড- ঝাঁসির রানী লক্ষ্মী বাই এর সব থেকে প্রিয় ঘোড়া ছিল এটা,১৮৫৭ সালে ভারতীয় বিদ্রোহের সময় তার তত্পরতা ও সাহসী কতার জন্য পরিচিত ছিল।
মতি – লাল কেল্লার অনুগত কুকুর,১৮৫৭ সালের ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধের সময় তার অটল অনুগত্য জন্য তাকে স্মরণ করা হয়।
নীলকান্ত- পায়রা-ভগবান শিব এর সাথে যুক্ত নীলকান্ত পায়র মুলত শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক। এই ধরনের পায়রাকে মাঝেমধ্যেই ধর্মীয় ভারতীয় চিত্রকলায় দেখা যায়।https://selfknowledgepro.com/%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be/
নবাব- সুন্দরবনের এক বিশেষ ধরনের বেঙ্গল টাইগার- যে তার রাজকীয় শক্তি মহিমান্বিত উপস্থিতির জন্য লোক মুখে পরিচিত।