ভারতের ইতিহাসে সব থেকে প্রভুভক্ত ৮ টা প্রাণী – 8 Most loyal Animal Indian History

ভারতের ইতিহাসে সবথেকে অনুগত আটটি প্রাণী

হ্যালো ব্লগার আজকে নিয়ে যাব তোমাদের এমন আটটা প্রাণীর কথা বলব যারা তাদের প্রভুদের এতটাই ভক্তি ছিল যে তারা তাদের প্রভুদের জন্য জীবন দিতে গিয়ে দুবার ভাবেনি,

বর্তমান সময়ে যেখানে মানুষের loyality নিয়ে প্রশ্ন ওঠে সেখানে এই প্রাণীদের loyality চিরকাল ইতিহাসের খাতায় স্মরণীয় হয়ে থাকবে।

চেতক -মহরানা প্রতাপ এর সেই বিখ্যাত ঘোড়া, ১৫৭৬ সালে হলদিঘাটের যুদ্ধে চেতক খ্যাতি অর্জন করে, ইতিহাস ঘাটলে জানতে পারবে যুদ্ধে চেতক মারাত্মকভাবে যখন হয়,

The Top 10 Most Loyal Animals in the World

আহত হওয়ার পরেও প্রায় কয়েকশো কিলোমিটার দৌড়ে সে মহারানা প্রতাপ কে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে যাতে তারা রাজার কোন ক্ষতি না।

ইতিহাসের শ্রেষ্ঠ ঘোড়া গুলোর মধ্যে একটা  ঘোড়া হচ্ছে এই চেতক ঘোড়া
চেতক ঘোড়া (ছবি সৌজন্যে গুগল ইমেজ)

হয় এবং সেই জায়গায় এসেই সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মৃত্যুবরণ করে।

কালু – টিপু সুলতান এর সব থেকে বিশ্বত্ব হাতি, যে টিপু সুলতান কে যুদ্ধে জিততে অনেক সাহায্য করেছে।

টিপু সুলতান
কালু (টিপু সুলতান)

সে তার বুদ্ধি ও শক্তির জন্য রাজার খুব প্রিয় ছিল। অসংখ্য যুদ্ধে গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করেছিল।

মনি – চতুর এভিয়ান সঙ্গী – মণি মুঘল সম্রাট আকবরের অন্তর্গত তোতা। পাখিটি তার তীক্ষ্ণ বুদ্ধি এবং চিত্তাকর্শক নকল করার দক্ষতার জন্য খুব প্রশংসা পেয়েছিল।https://en.wikipedia.org/wiki/Horse

সম্রাট আকবরের সব থেকে প্রিয় পোষ্য
মনি সম্রাট আকবরের হাতে (ছবি সৌজন্যে গুগল ইমেজ)

যা সম্রাট আকবরের রাজ দরবারে বিনোদন প্রদান করেছিল।

গঙ্গোত্রী – এক পবিত্র গরু,- আধ্যাতিক ধর্মীয় মূল্যবোধ কে মূর্ত করে , যা পবিত্র গঙ্গা নদীর জীবন্ত প্রতিনিধি হিসেবে অনেকর কাছে সম্মানিত।

হিন্দু সমাজে সব থেকে পবিত্র গরুর প্রজাতি
গঙ্গোত্রী গরু

ঝাঁসির রানী লক্ষীবাই এর ঘোড়া স্টিড- ঝাঁসির রানী লক্ষ্মী বাই এর সব থেকে প্রিয় ঘোড়া ছিল এটা,১৮৫৭ সালে ভারতীয় বিদ্রোহের সময় তার তত্পরতা ও সাহসী কতার জন্য পরিচিত ছিল।

রানী লক্ষ্মীবাঈ এর সব থেকে প্রিয় ঘোড়া ছিল স্টিড
রানী লক্ষ্মীবাই এর প্রিয় ঘোড়া (গুগল ইমেজ)

মতি – লাল কেল্লার অনুগত কুকুর,১৮৫৭ সালের ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধের সময় তার অটল অনুগত্য জন্য তাকে স্মরণ করা হয়।

লালকেল্লা সব থেকে অনুগত কুকুর
মতি (ছবি সৌজন্যে গুগল ইমেজ)

নীলকান্ত- পায়রা-ভগবান শিব এর সাথে যুক্ত নীলকান্ত পায়র মুলত শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক। এই ধরনের পায়রাকে মাঝেমধ্যেই ধর্মীয় ভারতীয় চিত্রকলায় দেখা যায়।https://selfknowledgepro.com/%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be/

ভারতের সবথেকে পবিত্র পায়রা
নীলকান্ত পায়রা (পায়রা)

নবাব- সুন্দরবনের এক বিশেষ ধরনের বেঙ্গল টাইগার- যে তার রাজকীয় শক্তি মহিমান্বিত উপস্থিতির জন্য লোক মুখে পরিচিত।

বিশেষ প্রজাতির এক বাঘ
নবাব টাইগার (বাঘ)

ভারতের ইতিহাসে সব থেকে প্রভুভক্ত ৮ টা প্রাণী – 8 Most loyal Animal Indian History

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top