মিলিয়ন বছর ধরে পৃথিবীতে বসবাস করছে যে সব প্রাণী
হ্যালো ব্লগার, আজকে তোমাদের নিয়ে যাবো এমন এক প্রাণীর জগতে যারা পৃথিবীর বুকে বেঁচে আছে প্রায় মিলিয়ন বছর ধরে,
পৃথিবীর বুকে যেসব প্রাণীরা দীর্ঘ সময় ধরে বেঁচে রয়েছে তাদের মধ্যে অন্যতম হল কচ্ছপ এবং তিমি মাছ কিন্তু এঁরা ছাড়াও এমন কিছু প্রাণী আছে
যারা পৃথিবীর বুকে বেঁচে আছে প্রায় মিলিয়ন বছর ধরে । চলুন তাহলে আজকে সেই প্রাণীদের জগতে একবার ঘুরে আসা যাক,
বার্ড লাওস – পৃথিবীর বুকে এরা বেচেঁ আছে প্রায় ১০০ মিলিয়ন বছর ধরে, কিন্তু এরা বেঁচে থাকে মূলত পাখির চামড়ায় পাখির পালকে, এবং স্ক্যাব এ।
ব্রাকিওপড -এরা পৃথিবীর বুকে বেঁচে আছে প্রায় ৫৩০ মিলিয়ন বছর ধরে।https://selfknowledgepro.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81/
কোয়েলাক্যান্থ -প্রায় ৪০০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে আবর্তিত হয়েছিল কিন্তু আধুনিক সময় জেলেরা আর এই ধরনের মাছ দেখতে পায় না।
তাদের কথায় এরা মূলত বিলুপ্ত হয়ে গেছে।
কম্ব(comb jelly fish)- এই জেলি ফিসরা পৃথীবির বুকে বেচেঁ আছে পাঁচশো মিলিয়ন বছর ধরে, কারণ এরা খিদে পেলে নিজেদের লার্ভা খেয়ে বেঁচে থাকে।
হর্স ক্র্যাব – এই জলজ অর্থ অর্থপড ৪৮০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে এসেছিল যারা বর্তমানেও যাদের অস্তিত্ব স্বমিমায় বর্তমান।https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.smithsonianmag.com/science-nature/the-top-10-greatest-survivors-of-evolution-118143319/&ved=2ahUKEwj9muyPheaDAxWH8DgGHVYYAuUQFnoECCcQAQ&usg=AOvVaw0IrHdmXX2Sawx4tD9SU-ab
Lamprayes(ল্যাম্প রয়েস)-৩৬০ মিলিয়ন বছর আগে এরা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিল
লাং ফিশ – কর্ডাটা পর্বের অন্তর্গত, সার্কটেরিগি শ্রেনীর এই মাছ চারশ মিলিয়ন বছর(ট্রায়াসিক যুগ)পুরোনো এই মাছ হল পৃথিবির এখনোও পযর্ন্ত পাওয়া প্রাচীনতম মেরুদণ্ডী প্রানী।
পিপড়া – মার্সিয়ালিস ইউরেকা প্রজাতির পিঁপড়েরা প্রায় 120 মিলিয়ন বছর আগে পৃথিবির বুকে এসেছিল বলে মনে করা হয়
নটিলাস – এটি একটি প্রাচীন মোলাস্কো যা 400 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে বসবাস করছে।
স্পঞ্জ – পৃথিবীতে ছয়শো মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিবর্তিত হয়েছিল। – প্রায় ৪০০ মিলিয়ন বছর আগে পঙ্গিয়াতে প্রথম বিবর্তিত হয়েছিল,
তারপরে জনসংখ্যা আরোও দূরে ছড়িয়ে পড়ার সাথে সাথে বৈচিত্র্য ময় হয়েছিলো।
Velvet ওয়ার্ম (ভেলভেট ওয়ার্ম)- এই কিট গুলো প্রায় ৪০০ মিলিয়ন বছর আগে প্যাংগিয়াতে প্রথম বিবর্তিত হয়েছিল, এরপর ধীরে ধীরে এদের সংখ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ।
এরা আরো বৈচিত্র্যময় হয়ে ওঠে