যে বইগুলো প্রকাশনার পরে পাঠকদের পছন্দ না হলেও পরবর্তীকালে বইয়ের বিষয়বস্তুর জন্য সমদৃত হয় এবং পাঠকদের পছন্দ হয়-Books that are banned after publication are later appreciated by readers for their content

বই সব সময় মানুষ এর জীবনে একটা সুন্দর বন্ধু। তাই বই পড়তে আমার কম বেশি সবাই ভালবাসি।

সেটা fiction হোক বা নন fiction। বা কোনো hisrorical বই, বা কোনো ফিনান্সিয়াল বই।

কিন্তু এই পৃথিবীতে এমন কিছু বই প্রকাশিত হয়েছে যাদের বিষয়বস্তু হয়তো বা পাঠক দের দ্বারা, নয়তো বা

যে দেশে প্রকাশিত হয়েছে সেই দেশের সরকার দ্বারা, নিষিদ্ধ হয়েছে, আজকে সেই রকম কিছু বই এর

কথা তোমাদের সামনে তুলে ধরব,

The picture of Dorian gray by oscar wilde

অস্কার wilde এর লেখা এইহ বই পাবলিশ করা হয় ১৮৯০সালে।  প্রথমে এই বই ডার্ক থিম এর কারণে পাঠকদের পছন্দের বাইরে থেকে যায়।

Famous book written by oscar wilde
The picture of Dorian gray by oscar wilde(image source: google image)

পরে গিয়ে এই বই নৈতিকতা ও তীব্র অন্তর্দৃষ্টির জন্য পাঠকদের কাছে প্রশংসিত হয়।

The Graps of wrath by John Steinbeck.

এই বই পাবলিশ করা হয় 1939 সালে আমেরিকায়। এই বই ন্যাশনাল অ্যাওয়ার্ডের পাশাপাশি অন্যতম শ্রেষ্ঠ সম্মান,

Fintion শাখায় pulitzer পুরস্কার পায়।

Famous writer  John Steinbeck book's The Graps of wrath by
The Graps of wrath by John Steinbeck(image source:google images)

রাজনৈতিক প্রতিজ্ঞার কারণে এই বই প্রথমে নিষিদ্ধ হলেও পরে গিয়ে অভিবাসী কৃষকদের দরিদ্রায়নের ছবি

তুলে ধরার জন্য এই বই পাঠকদের কাছে উচ্চপ্রশংসিত হয়।

Slaughterhouse-Five written by Kurt vonnegut

১৯৬৯ সালের ৩১শে মার্চ এই বই পাবলিশ করা হয়। এই বই মূলত kart vonnegut এর লেখা আদা আত্মজীবনীমূলক,

বিজ্ঞান গল্প কাহিনী। এই বইয়ের বিষয়বস্তু মূলত বিলি পিলগ্রিমের জীবনের অভিজ্ঞতা অনুসরণ করে ,

Famous writer  Kurt vonnegut's famous novel Slaughterhouse-Five
Slaughterhouse-Five written (image source:google images)

তার শৈশব কাল থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল পর্যন্ত একজন আমেরিকান সৈনিক এবং চ্যাপলিনের সহকারি

হিসেবে তার সময় কাল পর্যন্ত এবং যুদ্ধতার সময় পর্যন্ত। এই বই আমেরিকা বিরোধী টিমের কারণে ভীষণ ঘৃণিত হয় তার ,

পাঠকদের কাছে। যদিও পরবর্তী সময়ে এই বই তার অন্ধকার হাস্যরস ও যুদ্ধ বিরোধী বার্তার জন্য বিখ্যাত হয়।

ব্রাম স্ট্রোকারে ড্রাকুলা-

১৮৯৭ সালে এই বই প্রথম  পাবলিশ করা হয়। Bram stroker এর লেখা এই বই চাঞ্চল্যকর লেখার জন্য বরখাস্ত হয়।

Famous writer Bram stroker best selling book Dracula
Bram stoker (image source google images)

পরবর্তীকালে ভৌতিক এবং সুন্দর গল্পকাহিনী জন্য যুগান্তকারী কাজ হিসেবে সমাদ্রিত হয়।

মিখাইল বুলকাভের লেখা দ্য মাস্টার এন্ড মার্গারিটা

১৯৬৭ সালে এই বই প্রথম প্রকাশিত হয়। রাশিয়ান লেখক বুলকাভ এর লেখা এই বই  বিংশ শতাব্দীর অন্যতম,

Famous writer Mikhail Bulgakov's one of the best novel The Master and Margarita
The master Margarita (image source: google images)

একটা শ্রেষ্ঠ উপন্যাস বলে ধরা হয়। সোভিয়েত রাশিয়ার পটভূমিতে লেখা এই বই সেই সময় সোভিয়েত ইউনিয়নের ,

শাসক দল দ্বারা নিষিদ্ধ করা হয়। যদিও পরবর্তী সময় গিয়ে এই বই তার গভীর অন্তর্দৃষ্টি এবং,

রাজনৈতিক মতাদর্শের জন্য পাঠকদের কাছে সমাদৃত হয়েছিল।

Willam  Golding এর লেখা Lord of Flies

১৯৫৪ সালের ১৭ই সেপ্টেম্বর এই বই প্রথম প্রকাশিত হয়। এই বইয়ের বিষয়বস্তু ছিল violen power and human nature।

One of the best writer william Golding'sbook Lord of Flies
Lord of Flies (image source:google imagese)

এইসব কারণের জন্যই নোবেল জয়ী লেখকের বই প্রথমে প্রত্যাখ্যাত হয়।https://selfknowledgepro.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/

যদিও পড়ে গিয়েই এই বই হিউমান নেচার ও profound exploretion এর জন্য প্রশংসিত হয়।

 

যে বইগুলো প্রকাশনার পরে পাঠকদের পছন্দ না হলেও পরবর্তীকালে বইয়ের বিষয়বস্তুর জন্য সমদৃত হয় এবং পাঠকদের পছন্দ হয়-Books that are banned after publication are later appreciated by readers for their content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top